বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বিভিন্ন স্থানে হাইওয়ে রোডের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ। রবিবার বিকেল থেকে সোমবার পর্যন্ত নাটোরের দত্তপাড়া, আহম্মেদপুর, বনপাড়া বাজার সহ বিভিন্ন স্থানে সড়ক ও জনপদ অধিদপ্তরের উচ্ছেদি অভিযান পরিচালনা হয়।
রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে সড়ক ও জনপদ অধিদপ্তর ঢাকা থেকে আগত সম্পত্তি ও আইন কর্মকর্তা উপ-সচিব মাহবুবুর রহমান ফারুক এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন নাটোর জেলা নির্বাহী মেজিষ্ট্রেট সাইফুল আরিপি, জেলা নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম সহ স্থানীয় হাইওয়ে পুলিশ সদস্যরা।
খবর ২৪ঘণ্টা/ নই