নাটোরের বড়াইগ্রামে পাটক্ষেত থেকে আব্দুস সামাদ খান (৭০) নামে এক বৃদ্ধ চা দোকানীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার দক্ষিণ বনপাড়া এলাকার মসজিদের পেছনের পাট ক্ষেত থেকে মরদেহ টি উদ্ধার করা হয়। আব্দুস সামাদ ওই এলাকার মৃত ওসমান গনির পুত্র।
স্বজনরা জানায়, গতকাল বিকেল বাজারে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বেড় হয়। তারপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না।আজ দুপুরে স্থানীয় মসজিদের পিছনে পাটক্ষেতের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
তিনি আরো বলেন, পারিবারিক কলহ মারপিট এবং ছেলের বউয়ের নির্যাতনে বৃদ্ধের মৃত্যু হতে পারে।