খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতের হামলায় সারোয়ার হোসেন (২৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়ইছড়া গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। সারোয়ার ওই গ্রামের হারুন মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানান, রাতে ঢাকা থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রলার সুনামগঞ্জের ছাতকের উদ্দেশে যাচ্ছিল। এসময় সাত/আটজনের একটি ডাকাত দল ট্রলারটির গতিরোধ করে শ্রমিকদের মারধর করে। তাদের হামলায় অন্তত চার জন আহত হন। এসময় তাদের কাছে রক্ষিত নগদ টাকা-পয়সা, মোবাইলসহ বিভিন্ন মালামাল লুট করে তারা নিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন। সারোয়ারের অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৮ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ