খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকের চাপায় আল জাবা (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার ধরখার-তন্তর বাস স্ট্যান্ডের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
ধরখার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সোবহান বলেন, কুমিল্লা অভিমুখী মোটরসাইকেলটি ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী পণ্যবাহী ট্রাকটিকে অতিক্রম করার সময় চাপা দিলে ঘটনাস্থলেই ওই যুবক মারা যান। পরে খবর পেয়ে ধরখার পুলিশ ফাঁড়ির সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করেন। পরে হাইওয়ে পুলিশ সদস্যরা ময়নাতদন্তের জন্য মরদেহটি নিয়ে যান।
খবর২৪ঘণ্টা.কম/নজ