বিনোদন ডেস্ক: গত শুক্রবার ভারত ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার সঙ্গে ছিলেন তার কথিত প্রেমিক ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। মুম্বাই বিমানবন্দর থেকে হাত ধরাধরি করেই দেশ ত্যাগ করেন এই যুগল। এদিকে ব্রাজিলে সংগীত সফরে যাচ্ছেন নিক জোনাস। আর এই সফরে নিকের সঙ্গী আর কেউ নন, প্রিয়াঙ্কা।
হারপারস বাজার সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলে ভিলা মিক্স ফেস্টিভ্যালে যাচ্ছেন নিক। সেখানে কনসার্ট করার কথা রয়েছে তার। আর সেই ফেস্টিভ্যালে নিক এবং প্রিয়াঙ্কাকে একসঙ্গে আবারও দেখা যাবে। যদিও এই বিষয় নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে প্রতিবেদন মতে, নিকের সফরসঙ্গী প্রিয়াঙ্কা হতে যাচ্ছেন।
সম্প্রতি ভারতে মায়ের সঙ্গে নিকের পরিচয় করিয়ে দিতে এসেছিলেন প্রিয়াঙ্কা। সবার সঙ্গে পরিচয় পর্ব সমাপ্ত করে পরিবারের সঙ্গে গোয়ায় ছুটি কাটাতেও দেখা যায় প্রিয়াঙ্কা-নিককে। এরপর আকাশ আম্বানি ও শ্লোক মেহতার মেহেন্দি ও বাগদান অনুষ্ঠানেও হাতে হাত রেখে উপস্থিত হন নিক-প্রিয়াঙ্কা।
জল্পনা চলছে, চলতি জুলাই মাসেই বাগদান করতে পারেন প্রিয়াঙ্কা-নিক। তাদের হাতে প্রমিস রিং থেকেই এই জল্পনা শুরু হয়। অন্যদিকে নিক নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয়াঙ্কার ভিডিও শেয়ার করে তাদের প্রেমের আনুষ্ঠানিক ইঙ্গিত দেন। এ ছাড়া প্রিয়াঙ্কাও নিককে তার প্রিয় মানুষ হিসেবে লিখেছেন ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে।
খবর ২৪ঘণ্টা/ নই