খবর২৪ঘন্টা ডেস্কঃ
টেলিভিশনের টকশোতে নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলায় জামালপুরে ব্যারিষ্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ২০ হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন জেলা যুব মহিলা লীগের আহবায়িকা ফারজানা ইয়াসমিন লিটা। রোববার জামালপুর সদর আদালতে হাজির হয়ে মামলাটি দায়ের করেন তিনি। মামলাটি আমলে নিয়ে ব্যারিষ্টার মাইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক সোলায়মান কবির।
মামলার বিবরণে জানা যায়, গত ১৬ অক্টোবর একটি বেসরকারি চ্যানেলের টকশোতে ব্যারিষ্টার মইনুল হোসেনকে জামায়াতের পক্ষ নিয়ে কাজ করছেন কিনা সাংবাদিক মাসুদা ভাট্টি প্রশ্ন করেন। জবাবে ব্যারিষ্টার মইনুল হোসেন তাকে চরিত্রহীন বলে মন্তব্য করেন। নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলায় সকল নারী সমাজকে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে স্বপ্রণোদিত হয়ে মানহানির মামলাটি করেছেন বলে বাদী মামলার এজাহারে উল্লেখ করেছেন।
খবর২৪ঘন্টা / সিহাব