সিরাজগঞ্জ প্রতিনিধিঃ চিকিৎসা হলে বাঁচবে জীবন, না হলে যাবে জীবন।অসহায় আব্দুল মজিদ মির্জা সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতীঁ পশ্চিমপাড়া গ্রামের মৃত কাবিল মির্জার ছেলে।
সে বিভিন্ন স্থানে চিকিৎসা করে এখন নিঃস্ব হয়ে পড়েছে। তার পক্ষে চিকিৎসা করানো খুবই কষ্টকর। আপনাদের মত হৃদয়বান ব্যক্তিগণ যার যার স্বাধ্যমত সাহায্য করলে তার অসুস্থতার হাত থেকে মুক্তি পাবে।
আব্দুল মজিদ মির্জার ১ বছর পূর্বে সে অসুস্থ হয়ে পরে। স্থানীয় চিকিৎসক দিয়ে চিকিৎসা করানোর পরও তার অসুস্থতা কমেনি। পরে ঢাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ এ পরিক্ষা করানো হয়। পরিক্ষার পর সেখানকার চিকিৎসক লিবারে টিউমার দেখা দিয়েছে বলে জানান। এখন সে ভাত খেতে পারছেনা। শুধু তরল পদার্থ পান করে জীবন বাঁচাচ্ছে।
চিকিৎসক গণ বলেন, এ টিউমার দ্রুত অপসারণ না করলে তার বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই তার টিউমার অপসারণ করতে দ্রুত অপারেশন করতে হবে। অপারেশনে তাদের প্রায় ৩লাখ টাকার মত খরচ হতে পারে। এত টাকা ব্যাবস্থা করা তাদের পক্ষে সম্ভব না। তাই কোন হৃদয়বান ব্যাক্তি এগিয়ে এসে মজিদ মির্জার চিকিৎসার ব্যাবস্থা করার আহব্বান জানান তার পরিবারের সদস্যরা।
রোগী মজিদ মির্জা কান্নাজরিত কন্ঠে বলেন, বিভিন্ন স্থানে চিকিৎসা করে আমি এখন নিঃস্ব হয়ে পরেছি। যার যার অবস্থান থেকে যে যাই পারেন আমাকে সহযোগিতা করুন। আমি চিকিৎসা নিয়ে বাচতে চাই, কাজ করে সন্তানদের নিয়ে খেতে চাই।
রোগীর স্ত্রী হাফিজা বেগম বলেন, আমার স্বামী রিক্সাভ্যান চালিয়ে সংসার চালাত। এখন কাজ করতে পারেনা। আমি অন্যের বাড়ীতে কাজ করে খেয়ে নাখেয়ে দিন পার করছি। আমার স্বামীকে কেউ যদি সরকারীভাবে চিকিৎসার ব্যাবস্থা করত তাহলে চির কৃতজ্ঞ থাকতাম।
খবর২৪ঘণ্টা.কম/নজ