ঢাকাশনিবার , ৯ ডিসেম্বর ২০১৭
   
আজকের সর্বশেষ সবখবর

বেগম রোকেয়ার জন্যই আমরা এগিয়ে যেতে পেরেছি: প্রধানমন্ত্রী

অনলাইন ভার্সন
ডিসেম্বর ৯, ২০১৭ ১১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত। তিনি আমাদের জন্য নতুন দিগন্তের উন্মোচন করে দিয়েছিলেন। তার জন্যই আজ আমরা এগিয়ে যেতে পেরেছি।

শনিবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক-২০১৭ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোকেয়া পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।