পাবনা ব্যুরো: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পাবনায় অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী মহিলা দল পাবনা জেলা শাখার নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল এগারোটা থেকে দেড়টা পর্যন্ত পাবনা কেন্দ্রীয় শহীদ মিনারে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তব্য দেন, জেলা মহিলা দলের সভানেত্রী মাহফুজা করিম বিনু, সাধারন সম্পাদক শামীম আরা মুন্নি, সহ সভানেত্রী হাজারী লুৎফুন্নাহার, সাংগঠনিক সম্পাদক ফারহানা পারভীন প্রমুখ।
বক্তারা বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাদন্ড দেওয়া হয়েছে উল্লেখ করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। একইসাথে চেয়ারপার্সনের বিশেষ সহকারী এড. শিমুল বিশ্বাসের মুক্তির দাবিও জানানো হয় কর্মসূচি থেকে। এতে মহিলা দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ