খবর২৪ঘণ্টা ডেস্ক:নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন। এ সময় সাঁতরে ২৫-৩০ জন যাত্রী তীরে উঠতে সক্ষম হয় বলে জানা গেছে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে বাল্কহেডের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রক্তিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল কেরানীগঞ্জ থানা এলাকায় হওয়ায় তারা খোঁজখবর নিচ্ছেন। আর ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের উদ্ধারের জন্য নারায়ণগঞ্জ ফায়ার সাভিসের ডুবুরি দল কাজ করছেন।
খবর২৪ঘণ্টা, জেএন