খবর ২৪ ঘণ্টা ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী ১৫ মে বুধবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন বলে জানা গেছে।
ওই দিন সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (বিজি ০৮৫ ) তার দেশে ফেরার কথা রয়েছে। এ জন্য সেতুমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা আবু নাসের টিপু এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সিঙ্গাপুর সময় সকাল সাড়ে ১০টায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের টেলিফোনে কথা বলে তার দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, গত ৩ মার্চ ভোরে ঢাকায় নিজ বাসায় শ্বাসকষ্ট শুরু হলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়।
ভারতের স্বনামধন্য হৃদরোগ সার্জন দেবী শেঠির পরামর্শে ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গত ২০ মার্চ সেখানের ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। এর পর মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ওবায়দুল কাদের গত ৫ এপ্রিল ছাড়পত্র পান।
তবে নিয়মিত চেকআপের অংশ হিসেবে চিকিৎসকের পরামর্শে ওই হাসপাতালের কাছেই একটি ভাড়া করা বাসায় অবস্থান করছেন তিনি।
খবর২৪ঘণ্টা, জেএন