খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: খেলার মাঠ আরেকটি ট্রাজেডির জন্ম দিলো। ফুটবল ম্যাচে বুকে বল লাগার পর দম বন্ধ হয়ে না ফেরার দেশে চলে গেলেন ব্রুনো বোবান নামের ক্রোয়েশিয়ান এক ফুটবলার। ক্রোয়েশিয়ার তৃতীয় বিভাগ ফুটবলে ঘটেছে মর্মান্তিক এই ঘটনা।
বল নিয়ে প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে পড়েছিলেন বোবান। এ সময় বিপক্ষ দলের এক ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গেলে সেটা লাগে বোবানের বুকে। তবে সঙ্গে সঙ্গে পড়ে যাননি। এরপর আরও দুই কদম এগিয়ে ডি বক্সের মধ্যে গিয়ে বসে পড়েন তিনি। এরপর আস্তে আস্তে উপুর হয়ে শুয়ে পড়েন।
সঙ্গে সঙ্গেই মাঠে ঢুকে পড়ে অ্যাম্বুলেন্স। প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টাও করেছিলেন চিকিৎসকরা। কিন্তু বোবানের দেহটি নিথর হয়েই পড়ে রয়। মারসোনিয়া দলের হয়ে খেলা ২৫ বছর বয়সী এই ফুটবলারকে হাসপাতালে নেয়ারও সুযোগ হয়নি।
খবর২৪ঘণ্টা.কম/রখ