1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিয়ে করছেন দেব ! - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

বিয়ে করছেন দেব !

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মারচ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: বিয়ের ফুল ফুটল অবশেষে। শুভশ্রীর পর এবার বিয়ের গলিতে দেব। সাংবাদিকদের ঢেকে সুখবরটা জানালেন তিনি। তবে এমন বিয়ে তিনি বহুবার করেছেন। কিন্তু ঘরজামাই এবার প্রথম।

খটমট লাগছে? সে তো একটু লাগবেই। বুঝিয়ে বললে সব জলের মতোই সহজ। আসলে এর আগে বহুবার পর্দায় বর সেজে ফেলেছেন দেব। হ্যাঁ, বিয়েটা এবারও হচ্ছে সেলুলয়েডের দুনিয়ায়। কথা হচ্ছে, নায়কের পুজো ইনস্টলমেন্ট সিনেমা ‘হইচই’ নিয়ে। যেখানে মিমি চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে দেখা যাবে হিরোকে।

বুধবার ছিল ‘কবীর’র ট্রেলার রিলিজ। যেখানে এসে দেব জানান তাঁর আগামী ছবির কথা। যেখানে দেব-মিমি ছাড়াও দেখা যাবে খরাজ মুখোমাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, মানসি সিংহ, অর্ন মুখোপাধ্যায় সহ আরও অনেকে। সুতরাং বুঝতেই পারছেন মাল্টি স্টারার ছবি ‘হইচই’। যা নিয়ে বেশ ঘেটে আছেন নায়ক। কারণ এছবিতে তিনি শুধু আর অভিনেতা নন, প্রযোজকও যে তিনিই। তাই আপাতত এক গুচ্ছের অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে হিমশিম খাচ্ছেন দেব।

‘হইচই’-এর পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। ছবির কাহিনি কি! সে বিষয়ে এখনই সাসপেন্সটা ভাঙতে চাইছেন না কেউই। কিন্তু সিনেমায় কার কি চরিত্র তার ওপর থেকে যবনিকা উঠে গিয়েছে। যেমন চিত্রনাট্য অনুযায়ী এই ছবিতে একজন ঘরজামাইয়ের চরিত্রে দেখা যাবে দেবকে। তাঁর বিপরীতে মিমি।

খরাজ মুখোপাধ্যায় রয়েছে প্রোমোটার বিজনেসম্যান ভূমিকায়। যাঁর রয়েছে দু’জন স্ত্রী। একজন মানসী সিংহ এবং অপরজন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। শাশ্বত চট্টোপাধ্যায় থাকছেন ফ্লাইট লেফট্যানেন্টের চরিত্রে। তাঁর বিপরীতে সুদীপ্তা চক্রবর্তী, যে একজন গুন্ডা। অন্যদিকে গ্যারেজ মেকানিক হলেন অর্ণ মুখোপাধ্যায়ের। অর্নের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। আপাতত এইটুকু। বাকিটা সময়ের সঙ্গে প্রকাশ্য।

শুক্রবার ছিল ছবির শুভ মহরত। জানা গিয়েছে ‘হইচই’-এর সিংহ ভাগের শ্যুটিং হবে উজবেকিস্থানে। আগামী ২৬ মার্চ সিনেমার গোটা টিম উড়ে যাবেন উজবেকিস্থানে। আপাতত এইটুকু। বাকি খবর পরে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST