ঢাকামঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের পর কী পরিকল্পনা ‘‌বিরুষ্কা’‌–র?‌

admin
ডিসেম্বর ১২, ২০১৭ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: বিয়ে তো হয়ে গেল। এবার কী পরিকল্পনা বিরাট–অনুষ্কার?‌ দিল্লিতে তাজ হোটেলে ‘‌বিরুষ্কা’‌–র রিসেপশন ২১ ডিসেম্বর। ২৬ ডিসেম্বর মুম্বইয়ে জমকালো পার্টি। তারপরেই ভারতীয় দল উড়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। বিরাটের সঙ্গে যাবেন অনুষ্কাও। জানুয়ারির প্রথম সপ্তাহে দেশে ফিরে আসবেন অনুষ্কা। মুম্বইয়ে নতুন সিনেমার শুটিং শুরু করবেন শাহরুখ খানের সঙ্গে। মুম্বইয়ের ওরলিতে নতুন ফ্ল্যাট নিয়েছেন ‘‌বিরুষ্কা’‌। সেখানেই থাকবেন তারা। ‘‌বিরুষ্কা’‌–র ঘনিষ্ঠ মহল জানিয়েছে, ‘‌ডিসেম্বরেই ওরলিতে নতুন বাড়িতে উঠে যাবেন বিরাট–অনুষ্কা।’‌ বিরাট যেমন দেশের হয়ে খেলতে ব্যস্ত থাকবেন। অনুষ্কাও ব্যস্ত থাকবেন শুটিংয়ে। পরপর বেশ কয়েকটি সিনেমা রয়েছে অনুষ্কার হাতে। স্ত্রীর যাতে অসুবিধা না হয়, সেকারণেই মুম্বইতে নতুন বাড়ি বেছে নিয়েছেন বিরাট।

খবর ২৪ ঘণ্টা.কম/ রখা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।