1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিশ্বে করোনায় মৃত্যু ২ লাখ ১১ হাজার ছাড়ালো - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১০ মে ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন

বিশ্বে করোনায় মৃত্যু ২ লাখ ১১ হাজার ছাড়ালো

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক:  এখনও নিয়ন্ত্রণের বাহিরে বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনা ভাইরাস। যা বিশ্বের ২ লাখ ১১ হাজার ৫৩৭ জনের প্রাণ কেড়েছে। শিকার হয়েছেন সাড়ে ৩০ লাখের বেশি মানুষ। সুস্থ হওয়ার সংখ্যা সোয়া ৯ লাখ ছাড়িয়েছে। 

আজ বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে বিশ্বের প্রায় ৭১ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এতে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩০ লাখ ৬৪ হাজার ২২৫ জনে পৌঁছেছে। অপরদিকে, প্রাণ হারিয়েছেন আরও ৪ হাজার ৬২২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ১১ হাজার ৫৩৭ জনে দাঁড়িয়েছে। আর গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৯ লাখ প্রায় ২২ হাজারেরও বেশি মানুষ। 

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা ইউরোপ ও আমেরিকার। ইউরোপের কয়েকটি দেশ উন্নতির মুখ দেখলেও এখনো ভাইরাসটির দাপুটে অবস্থা যুক্তরাষ্ট্রে। যেখানে করোনার শিকার ১০ লাখ প্রায় সাড়ে ১০ হাজার মানুষ। মৃতের সংখ্যা প্রায় ৫৭ হাজার। 

করোনায় দুঃসহ জীবন অতিবাহিত করছে ইউরোপীয়রাও। তবে, রোববার আক্রান্ত ও মৃতে সর্বনিম্নের রেকর্ড হলেও আবার কিছুটা বাড়তে শুরু করেছে। এমন অবস্থায়ও লকডাউন শিথিল করেছে স্পেন ও ইতালি।

স্পেনে এখন পর্যন্ত ২ লাখ প্রায় সাড়ে ২৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন সাড়ে ২৩ হাজার জন। সহগোত্রীয় ইতালিতে করোনার শিকার হয়েছেন প্রায় ২ লাখ মানুষ। মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ছুঁই ছুঁই।  

ইউরোপের আরেক দেশ ফ্রান্সে ১ লাখ সাড়ে ৬৫ হাজার ৮৪২ জনের আক্রান্তের বিপরীতে মারা গেছেন ২৩ হাজার ২৯৩ জন। যুক্তরাজ্যে ১ লাখ ৫৭ হাজার ১৪৯ জন আক্রান্ত, মারা গেছেন ২১ হাজার ৯২ জন। তুরস্কে এখন পর্যন্ত ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ করোনার শিকার হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২ হাজার ৯০০ জন। মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে আক্রান্ত প্রায় ৯১ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৫ হাজার ৮০৬ জনের। এছাড়া, দেশটিতে করোনার সংক্রমণ থেকে বাঁচতে অ্যালকোহল পানে ৭শ জনের মৃত্যু হয়েছে-খবর আল জাজিরার। 

আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতে এখন পর্যন্ত সর্বোচ্চ ৯৩৯ জনের মৃত্যু হয়েছে। যেখানে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ২৯ হাজার। 

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত আক্রান্ত পাঁচ হাজার ৯১৩ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১৫২ জন।

খবর২৪ঘন্টা/বিআ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team