1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিশ্বজুড়ে করোনায় আরও ৪ হাজার জনের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

বিশ্বজুড়ে করোনায় আরও ৪ হাজার জনের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৯৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মোট মৃত্যু হয়েছে ৬১ লাখ ৬৬ হাজার ৪১৬ জনের।

এ ছাড়া নতুন করে আরও ১৪ লাখ ৪১ হাজার ৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৪৮ কোটি ৮১ লাখ ৯০ হাজার ১৩৭ জন।

শুক্রবার (১ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২০ হাজার ৬৭৫ জন এবং মারা গেছেন ৩৭৫ জন। যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৪২৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৪৯৮ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৭৬৮ জন এবং মারা গেছেন ৩০৩ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ২৭৭ জন এবং মারা গেছেন ৩৪৫ জন। ব্রাজিলে মারা গেছেন ২৯০ জন এবং সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৫৬১ জন। ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ৫২ জনের এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১৬ জন।

তুরস্কে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৩৬ জন এবং মারা গেছেন ৫৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ১৯৫ জন এবং মারা গেছেন ১৫৯ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৩২ জন এবং মারা গেছেন ৮৯ জন।

এ ছাড়া ফ্রান্সে ১৩৯ জন, জাপানে ৯৭ জন, যুক্তরাজ্যে ১৯২ জন, হংকংয়ে ১১৯ জন, ইরানে ৪৬ জন, মালয়েশিয়ায় ৪৪ জন, ফিলিপাইনে ১২৪ জন, চিলিতে ১১৩ জন, মেক্সিকোতে ১০৩ জন এবং থাইল্যান্ডে ৮৫ জন মারা গেছেন।

আগের দিন বৃহস্পতিবার (৩১ মার্চ) বিশ্বব্যাপী করোনায় ৪ হাজার ১৫৬ জনের মৃত্যু এবং ১৫ লাখ ৭০ হাজার ৫৩৬ জন আক্রান্ত হয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST