1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ বয়কট নিয়ে প্রতিক্রিয়া সৌরভের - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৫ জানয়ারী ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ বয়কট নিয়ে প্রতিক্রিয়া সৌরভের

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ফেব্ুয়ারী, ২০১৯

খবর২৪ঘণ্টা স্পোর্টস ডেস্ক: পুলওয়ামায় নাশকতার ঘটনায় ৪০ ভারতীয় জওয়ানের শহিদের পর ফুঁসছে দেশ৷ এমন পরিস্থিতিতে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের দাবি বিভিন্ন মহলের৷

ক্রিকেটজগৎও এই ইস্যুতে দ্বিধাবিভক্ত৷ সুনীল গাভাসকর থেকে সচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তিরা ক্রিকেট মাঠে পাকিস্তানকে হারিয়ে যোগ্য জবাব দেওয়ার পক্ষে মত দিয়েছেন৷ অন্যদিকে গম্ভীরের মতো প্রাক্তনরা আলোচনার পরিবর্তে যুদ্ধক্ষেত্রেই দুই দেশের সাক্ষাৎ হোক বলে ক্ষোভ উগরে দিয়েছেন৷ শুধু ক্রিকেট নয়, সব ধরের খেলাতেই পাকিস্তানকে বয়কট করার পক্ষে মত দিয়েছেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷ এবার বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলা নিয়ে নিজের মত জানালেন মহারাজ৷

ভারতের প্রাক্তন অধিনায়ক জানান, ‘কূটনৈতিক সম্পর্কের কথা মাথায় রেখে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ দীর্ঘদিন বন্ধ রয়েছে৷ বিশ্বকাপ অবশ্য অন্য মঞ্চ৷ বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপের দুই দেশের মুখোমুখি হওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে বোর্ড ও সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত৷’ সেই সঙ্গে মহারাজ জুড়েছেন, ‘সবার আগে সন্ত্রাসবাদকে কড়া হাতে মোকাবিলা করা দরকার৷’ পুলওয়ামার ঘটনা অতীতের সব নাশকতাকে ছাপিয়ে গিয়েছে বলেও মনে করছেন সৌরভ৷

ইতিমধ্যে পাকিস্তানকে কোণঠাসা করতে আইসিসি’র কাছে চিঠি দিতে চলেছে বিসিসিআই৷ সূত্রের খবর, সেই চিঠিতে বিশ্বকাপে পাক ক্রিকেট দলকে বয়কট করার আর্জি জানাতে পারে ভারতীয় ক্রিকেট সংস্থা৷ বিসিসিআইয়ের চিঠির উদ্যোগ অবশ্য সফল হবে না বলে মনে করছেন সৌরভ৷ তাঁর মতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি৷

উল্লেখ্য ২৭ ফেব্রুয়ারি দুবাইয়ে আইসিসি’র সভায় বিশ্বকাপের ভারত-পাক ম্যাচ ও একাধিক অন্য ইস্যু নিয়ে আলোচনার কথা রয়েছে৷ সেই আলোচনাতেই ভারত-পাক ম্যাচের ভবিষ্যত জানা যাবে৷

অন্যদিকে ১৬ জুন ম্যাঞ্চেস্টারে বিশ্বকাপের ভারত-পাক মহারণ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারল না বিসিসিআই৷ শুক্রবার বৈঠকের পর এমনটাই জানালেন সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের সিওএ কমিটির প্রধান বিনোদ রাই৷ সুত্রের খবর, ভারত সরকারের তরফে বোর্ডের উপর বিশ্বকাপে পাক ম্যাচ বয়কটের নির্দেশ দেওয়া হয়৷ কিন্তু বিশ্বকাপে ম্যাচ বয়কট করলে আইসিসি-র শাস্তির মুখে পড়তে হতে পারে, এ কথা মাথায় রেথে তড়িঘড়ি কোনও সিদ্ধান্তের পথে হাঁটতে চাইছে না বিসিসিআই৷ এদিন তা স্পষ্ট করে দিয়েছেন সিওএ প্রধান৷

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST