খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: দুই-তিন সপ্তাহের মধ্যে মাঠে ফিরতে চলেছেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার৷ শুক্রবার নেইমারের ক্লাব পিএসজি’র কোচ উনাই এমেরি এমনটাই জানিয়েছেন৷ তিনি আরও বলেন মাঠে ফেরা নিয়ে নেইমারের সঙ্গে তাঁর কথা হয়েছে৷ সামনের কয়েক সপ্তাহের মধ্যে মাঠে ফেরা নিয়ে আশ্বস্ত করেছেন ব্রাজিলিয়ান পোস্টার বয়৷
জানা গিয়েছে পিএসজি কোপা দে ফান্সের ফাইনালে উঠলে, ৮ মে ফাইনাল ম্যাচে নামতে পারেন নেইমার৷এর আগে নেইমার পুরোপুরি ফিট থাকলে ১৮ এপ্রিল কোপা দে ফ্রান্সের সেমিফাইনালেও পিএসজি’র জার্সিতে তাঁকে দেখা যেতে পারে৷
২৫ ফেব্রুয়ারি মার্সেই বিরুদ্ধে পিএসজি’র হয়ে খেলার সময় গোড়ালিতে মারাত্মক চোট পায় নেইমার৷এরপর তড়িঘড়ি তাঁর অস্ত্রোপচার করা হয়৷ক্লাবের হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি ম্যাচে চোটের জন্য বাদ পড়েন৷
শুধু তাই নয় ১৪ জুন থেকে রাশিয়ার মাঠিতে আয়োজিত হতে চলা রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল দলে নেইমারের থাকা নিয়ে আশঙ্কা তৈরি হয়৷ অস্ত্রোপচারের পর ব্রাজিলের জার্সিতে মার্চের প্রাক বিশ্বকাপ ফ্রেন্ডলি ম্যাচ থেকেও বাদ পড়েন নেইমি৷তারকা ফুটবলারের অনুপস্থিতি অবশ্য বুঝতে দেয়নি তিতের ব্রাজিল৷ নেইমারকে ছাড়াই রাশিয়ার বিরুদ্ধে ৩গোলে ম্যাচ জেতে ব্রাজিল৷পরের প্রীতি ম্যাচে বেলো হরাইজন্তেতে ২০১৪ বিশ্বকাপে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ হারের বদলা নেয় সেলেকাওরা৷ প্রীতি লড়াইয়ে জার্মানিকে ১-০ গোলে হারায় জেসুসরা৷
পুরোপুরি না হলেও তবে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে নেইমার৷ ফলে বিশ্বকাপ শুরুর আগে কোস্টারিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচে তাঁকে পাওয়া যাবে৷
খবর২৪ঘণ্টা.কম/রখ