1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিরাটের ১৪৪ মিলিয়নের ধাক্কায় কিং খানর সাম্রাজ্য টালমাটাল! - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন

বিরাটের ১৪৪ মিলিয়নের ধাক্কায় কিং খানর সাম্রাজ্য টালমাটাল!

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮

খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: বাদশা খানের তাজ গেল বিরাট কোহলির দখলে। ২০১৭ সালের প্রথমার্ধ থেকেই সাম্রাজ্য বাঁচাতে হাবুডুবু খাচ্ছেন শাহরুখ। গত বছরে তাঁর প্রথম ছবি, পরিচালক রাহুল ঢোলাকিয়ার ‘রইস’ অতি কষ্টে ১০০ কোটির গন্ডি পেরিয়েছিল। তবে দ্বিতীয় ছবি, পরিচালক ইমতিয়াজ আলির ‘যব হ্যারি মেট সেজল’ ৭০ কোটির দৌড়েই মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। বছর শুরু হতে না হতেই বাদশার কপালে জুটল নতুন বিপর্যয়।

শ্যাম্পু থেকে গাড়ি, জীবন বীমা থেকে ব্যাঙ্ক লোন— এতদিন ধরে প্রায় সমস্ত দ্রব্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে প্রথম পছন্দ ছিলেন কিং খান। তবে নিজের জায়গা ধরে রাখতে পারলেন না আর। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিই নাকি শেষমেষ সিংহাসনচ্যুত করলেন বাদশা খানকে। গত বছরের অক্টোবর মাস পর্যন্ত ২১টি দ্রব্যের বিজ্ঞাপনে দেখা গিয়েছিল এসআরকে-কে। ২০টি দ্রব্যের বিজ্ঞাপনে কাজ করেছিলেন বিরাটও। কিন্তু আয়ের দৌড়ে অধিনায়ককে টেক্কা দিতে পারলেন না অভিনেতা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিরাটের সমস্ত ব্র্যান্ড এনডর্সমেন্টের মূল্য এখন ১৪৪ মিলিয়ন ডলার। অন্যদিকে, দ্বিতীয় স্থানাধীকারি শাহরুখের মূল্য নেমেছে ১০৬ মিলিয়ন ডলারে। তৃতীয় স্থানে ৯৩ মিলিয়ন ডলার নিয়ে বিরাজমান দীপিকা পাডুকোন।

তবে কী এসআরকের প্রতি ভক্তদের ভালবাসায় অবশেষে ভাঁটা পড়েছে? প্রিয় অভিনেতা কী অনুগামীদের মন ছুঁতে অবশেষে অক্ষম হয়ে পড়েছেন?

দু’কূলই টালমাটাল এখন শাহরুখের। তাই কুরসি বাঁচাতে অবশেষে পরিচালক আনন্দ এল রাই-এর দারস্থ হতে হল তাঁকে। তবে ‘জিরো’ দিয়ে হিরো হওয়ার প্রচেষ্টায় কতটা সফল হতে পারবেন চলতি বছরে, তা সময়ই বলবে।

খবর ২৪ ঘণ্টা.কম/ জন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team