খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: একাদশ আইপিএলের শুরুটা ভাল হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ইডেনে কলকাতা নাইট রাইডার্সের কাছে পরাস্ত হতে হয়েছে বিরাট কোহলিদের।
আরসিবি সমর্থকেরা আশ্বস্ত হতে পারেন। দলের ‘ফার্স্ট লেডি’ বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছেন। আগামী শুক্রবার যে শহরে কিংগস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে দ্বৈরথ বিরাটদের। সেই ম্যাচের তিনদিন আগে, মঙ্গলবার বেঙ্গালুরুতে পৌঁছে গেলেন অনুষ্কা শর্মা। বেঙ্গালুরু বিমানবন্দরে তাঁকে দেখা গেল বিখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে। লাল তারা আঁকা পালাজো এবং কুর্তা। মানানসই দোপাট্টা। সানগ্লাস আর হাতে কালো ভ্যানিটি ব্যাগ। পরে বিরাটের সঙ্গে এক রেস্তোরাঁয় খেতেও গিয়েছিলেন অনুষ্কা। টানা শুটিংয়ের সূচি থেকে দিনকয়েকের ছুটি নিয়েছেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী। শুক্রবার অনুষ্কা থাকতে পারেন মাঠেও। যে সম্ভাবনার কথা জেনেই ভক্তরা প্রার্থনা শুরু করে দিয়েছেন। সেঞ্চুরি করুন বিরাট। আর চুম্বন ছুড়ে দিক স্ত্রী অনুষ্কাকে। ফের সেই অবিস্মরণীয় দৃশ্যের সাক্ষী থাকার অপেক্ষায় সমর্থকেরা।
স্ত্রী-সঙ্গ বিরাট ও তাঁর দলের ভাগ্য ফেরাবে কি না, তা জানার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে অনুষ্কার মতোই শিরোনামে উঠে এসেছেন নূপুর নাগার। সম্পর্কে যিনি সানরাইজার্স হায়দরাবাদের তারকা পেসার ভুবনেশ্বর কুমারের স্ত্রী। আইপিএলে বরাবরের সফল মিডিয়াম পেসার ভুবনেশ্বর। দু’বছর আগে সানরাইজার্স হায়দরাবাদকে আইপিএল চ্যাম্পিয়ন করতে বল হাতে প্রধান ভূমিকা নিয়েছিলেন। একাদশ আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দলের প্রথম ম্যাচেও ছন্দে ছিলেন ভুবনেশ্বর। চার ওভারে মাত্র ৩০ রান খরচ করে তুলে নিয়েছিলেন এক উইকেট।
তবে এবার ভুবনেশ্বরকে নিয়ে অজানা তথ্য ফাঁস করলেন তাঁর স্ত্রী। একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নূপুর বলেছেন, ‘‘ভুবিকে দেখতে এত শান্ত লাগে। বাড়িতে ও কিন্তু এত শান্ত নয়।’’ নূপুর যোগ করেছেন, ‘‘তবে আগে ও আরও বিনয়ী আর শান্ত ছিল। এখন একটু কেতাদূরস্ত হয়েছে।’’ নূপুর ফাঁস করেছেন তাঁদের প্রেমপর্বের কাহিনীও। জানিয়েছেন, খুব ছোট থেকেই একে অপরের প্রতি আকৃষ্ট হয়েছিলেন তাঁরা। তাঁর বয়স তখন মাত্র ১১ বছর। ভুবনেশ্বরের বয়স ১৩ বছর। নূপুর বলেছেন, ‘‘তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ও অনেক বেশি পরিণত হয়েছে। ভুবির আচরণ ও কথাবার্তায় সেটা বোঝাও যায়।’’ নূপুর জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার হায়দরাবাদে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে মাঠে থাকতে পারেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ