দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে সকল বিভাজন ও অভ্যন্তরীণ গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধ হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি।
মাঠ প্রস্তুতের অংশ হিসেবে শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরে ঐতিহ্যবাহী ধানহাটা মাঠে নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সমাবেশ স্থল জনস্রোতে পরিণত হয়। দীর্ঘদিন পর একই মঞ্চে বিভাজন ভুলে নেতাকর্মীদের উপস্থিতি দুর্গাপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। তিনি দুর্গাপুর-পুঠিয়ায় সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মুলের অঙ্গীকার ব্যাক্ত করে বলেন,“ধানের শীষ শুধু একটি প্রতীক নয়,এটি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের প্রতীক। আজ ধানহাটা মাঠে যে জনসমাগম হয়েছে,তা প্রমাণ করে দুর্গাপুরের মানুষ পরিবর্তন চায়। তিনি আরও বলেন,“আপনাদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। এখন থেকে সবাই এক হয়ে কাজ করবে ইনশাআল্লাহ।
সমাবেশে সভাপতিত্ব করেন দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক এস এম হাসানুজ্জামান লাল্টু। পৌর বিএনপির সদস্য সচিব আহমেদ রেজাউল হক ও যুগ্ম আহবায়ক আয়নাল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল ও গোলাম মুর্তুজাসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
ন/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।