1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিবিসি’র প্রতিবেদন অস্ট্রেলিয়াকে হারানো কি টাইগারদের পক্ষে অসম্ভব? - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২৪, ০:৪ অপরাহ্ন

বিবিসি’র প্রতিবেদন অস্ট্রেলিয়াকে হারানো কি টাইগারদের পক্ষে অসম্ভব?

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২০ জুন, ২০১৯

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: ইংল্যান্ডের নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।
যদিও কাগজে-কলমে, রেকর্ডে, সুনামে -সব বিবেচনাতেই এখনও বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ার ধারে কাছেও নেই বাংলাদেশ।

প্রথম কথা, গতবারসহ পাঁচ পাঁচবার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। তারা জানে কীভাবে বড় টুর্নামেন্ট জিততে হয়।

একদিনের ক্রিকেটে দু’দেশের মধ্যে লড়াই হয়েছে ১৯ বার। ১৮ বারই জিতেছে অস্ট্রেলিয়া। কিন্তু তারপরও কি বৃহস্পতিবার অস্ট্রেলিয়াকে হারানো কি বাংলাদেশের পক্ষে অসম্ভব?

কলকাতার ক্রিকেট বিশ্লেষক বরিয়া মজুমদার বিবিসিকে বলেন, বাংলাদেশ যেভাবে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছে, সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে কোনো কিছুই অসম্ভব নয়।

‘বাংলাদেশ যদি অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে (ওয়ার্নার এবং ফিঞ্চ) তাড়াতাড়ি ফিরিয়ে দিতে পারে, সবকিছুই তখন সম্ভব।”

তাছাড়া, তিনি বলেন, বর্তমান অস্ট্রেলিয়া দলটির বোলিং ততটা সুবিধার নয়। বিশেষ করে স্পিনে তাদের ঘাটতি রয়েছে।

বরিয়া মজুমদার বলেন, বাংলাদেশের ব্যাটসম্যানদের বড় চ্যালেঞ্জ হবে মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সকে সামাল দেওয়া। “মাঝের ওভার ম্যাক্সওয়েল বা জাম্পাকে দিয়ে বল করালে তাদের পেটানো বড় সুযোগ পেয়ে যেতে পারে বাংলাদেশ।”

তবে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট স্পিন ঘাটতি পোষানোর উদ্যোগ ইতোমধ্যেই নিয়েছেন।

অস্ট্রেলিয়া ‘এ’ দল থেকে অ্যাশ্টন আগারকে তলব করে এনে গত দু’দিন ধরে প্রাকটিস করানো হচ্ছে।

তবে বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং জাতীয় দলের সাবেক কোচ শহিদুল আলম রতন বিবিসিকে বলেন, নটিংহামের মাঠে মনোবল ধরে রাখাই হবে বাংলাদেশের প্রধান অস্ত্র।

‘অস্ট্রেলিয়া সবসময়ই বিপজ্জনক দল, এই বিশ্বকাপেও তারা ভালো খেলছে। তবে দু’দিন আগে ওয়েস্ট ইন্ডিজকে নাস্তানাবুদ করার পর বাংলাদেশ দলের মনোবলও এখন অনেক উঁচুতে, সেই মনোবল ধরে রাখাই হবে বাংলাদেশের প্রধান অস্ত্র। তাদের বিশ্বাস রাখতে হবে যে তারা অস্ট্রেলিয়াকে হারাতে পারে।’

শহিদুল আলম মনে করেন, ওয়েস্ট ইন্ডিজের সাথে যে দল নিয়ে বাংলাদেশ খেলেছে, বৃহস্পতিবারও সেই একই দল নিয়ে খেলা উচিৎ।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST