ঢাকাবৃহস্পতিবার , ২৫ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হচ্ছেন রবিউল

নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৩ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে যাচাই-বাছাইয়ে চার মেয়র প্রার্থীর মনোনয়নপত্রই বৈধতা পেয়েছে। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হচ্ছেন রবিউল ইসলাম।

যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার (২৫ মে) বেলা সাড়ে ৩টার দিকে রবিউলের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন।

তবে এখনই নয়, ২ জুন প্রতীক বরাদ্দের দিন তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করার কথা রয়েছে। তিনি নগরীর ২০ নম্বর ওয়ার্ডে একক প্রার্থী ছিলেন।

জানতে চাইলে রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন জানান, মেয়র পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। মঙ্গলবার শেষ দিন পর্যন্ত চারজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মুরশিদ আলম ফারুকী (হাতপাখা) ও জাকের পার্টির লতিফ আনোয়ার (গোলাপফুল) রয়েছেন। চারজনেরই মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে পাওয়া তথ্যানুসারে সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার শেষ সময়সীমা ছিল গত ২৩ মে। এ নির্বাচনে চার মেয়র প্রার্থীসহ সাধারণ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৭৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ২০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেন রবিউল ইসলাম। তার ওয়ার্ডে আর কেউ কাউন্সিলর পদে মনোনয়নপত্রই তোলেননি। বৃহস্পতিবার দুপুরে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যাওয়া রবিউল ইসলাম বলেন, তার প্রতিদ্বন্দ্বী হিসেবে সাবেক একজন কাউন্সিলরসহ মোট দুজনের নাম শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা কেউই মনোনয়নপত্র তোলেননি।

বিএ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।