রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইনান্স বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি আজ বৃহস্পতিবার (১০ জুন) দুপুর ১২টায় নিজ বাড়িতে মারা যান।
ফারুক নওগাঁ জেলার আত্রাই থানার বাসিন্দা। তিনি মাস্টার্সে অধ্যায়নরত ছিলেন।
সহপাঠী কাওছার হেসেন বিদ্যুৎস্পৃষ্ট হন ফারুক। সেখান থেকে থানা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে আত্রায় থানার ইন্সপেক্টর মোজাম্মেল হক বলেন, দুপুরে নিজ বাড়িতে গ্রিলের দরজা লাগানোর কাজ করছিলেন তিনি। এসময় বিদ্যুতস্পৃষ্ঠ হলে তাকে থানা সদর হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।