ঢাকাবৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে রাজশাহীতে হরতাল চলছে

admin
নভেম্বর ৩০, ২০১৭ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চার

ডাকা হরতাল শুরু হয়েছে। তবে সকাল ৬টা থেকে হরতাল শুরু হলেও হরতালের সমর্থনে নগরীতে কোন মিছিল বা পিকেটিং দেখা যায়নি। নগরজুড়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যান্য দিনের মতোই ট্রেন চলাচল করেছে। স্কুল-কলেজের ক্লাস সমূহ যথা সময়ে শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল চলবে।

খবর২৪ঘণ্টা/এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।