ঢাকাবুধবার , ১৩ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যা-মাধুরী নারাজ, আগ্রহী সানি লিওন

admin
ডিসেম্বর ১৩, ২০১৭ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: বলিউডের ষাটের দশকের অভিনেত্রী মীনাকুমারী। সুদর্শনা এই অভিনেত্রী অল্প সময়েই আলোচনায় আসেন। উপহার দেন ‘সাহেব বিবি অউর গোলাম’, ‘পাকিজা’, ‘মেরে আপনে’, ‘আরতি’, ‘বাইজু বাওরা’, ‘পরিণীতা’ এবং ‘দিল আপনা অউর প্রীত পরাই’র মতো ছবি। কিন্তু নেশার দুনিয়ায় ডুবে তিনি মাত্র ৩৮ বছর বয়সে মারা যান।

মীনাকুমারীর জীবনের ঘটনা নিয়েই সিনেমা নির্মাণের ঘোষণা দেন নির্মাতা করন রাজদান। প্রথমে ছবিটিতে অভিনয়ের কথা ছিলো বিদ্যা বালানের। কিন্তু তিনি জানান, এই মুহূর্তে তিনি হালকা গল্পের কোনও ছবিতে কাজ করতে চান। তাই ফিরিয়ে দেন অফার। এরপর নির্মাতা হাজির হন আরেক বলিউড সুন্দরী মাধুরী দীক্ষিতের কাছে। তিনিও ফিরিয়ে দেন প্রস্তাব।

তবে প্রস্তাব না পেলেও এগিয়ে এলেন হালের বলিউড ক্রেজ সানি লিওন। নিজ থেকেই তিনি পরিচালক করন রাজদানের কাছে এই ছবির চিত্রনাট্য চান। গল্প পড়ে সানি এক বাক্যে রাজি হয়ে যান।

নির্মাতা জানান, যদিও সানি এই চরিত্রের জন্য তার পছন্দ নয়। তবুও তার প্রবল ইচ্ছা দেখে তিনি একটু অন্যভাবে ভাবছেন এই ছবির কথা। তাই আনুষ্ঠানিকভাবে শিগগিরই এই বায়োপিকের ব্যাপারে জানাবেন তিনি।

খবর ২৪ ঘণ্টা.কম/ রখা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।