খবর ২৪ঘণ্টা ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক না রাখার কৌশল হিসেবে ৩০ ডিসেম্বর ভোটের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
সোমবার সিইসি কেএম নুরুল হুদা ভোটগ্রহণের নতুন তারিখ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন গণস্বাস্থ্য কেন্দ্রের এ প্রতিষ্ঠাতা।
নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করে ডা. জাফরুল্লাহ বলেন, নববর্ষ উপলক্ষে বিশ্বের বেশিরভাগ দেশে ৩০ ডিসেম্বর থেকে উৎসব হয়। এ সময় ভোটগ্রহণ হলে বিদেশিরা তাতে পর্যবেক্ষক হিসেবে থাকতে চাইবেন না।
নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে জাফরুল্লাহ বলেন, এমন ষড়যন্ত্র চলতে থাকলে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।
প্রসঙ্গত, নববর্ষ উপলক্ষে বিশ্বের বেশিরভাগ দেশে বছরের সবচেয়ে বড় উৎসব হয় ৩১ ডিসেম্বর।
এবার তার আগের দিন ৩০ ডিসেম্বর রোববার, যা পশ্চিমা বিশ্বসহ বেশিরভাগ দেশে সাপ্তাহিক ছুটির দিন। ফলে এবার ৩০ ও ৩১ ডিসেম্বর ছুটি থাকবে।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।