খবর২৪ঘণ্টা ডেস্ক: সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, গণতন্ত্রের সূচনা হয় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। কিন্তু ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিতর্কিত হয়েছে। এই বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি কৃত্রিম বিরোধী দলের সৃষ্টি হয়েছে। এই বিরোধী দল সত্যিকারের বিরোধী দল নয়। তাই জনগণকে বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, আগামীতে কিভাবে নির্বাচনটা গ্রহণযোগ্য করা যায়, কিভাবে নির্বাচনের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে কাজ করতে হবে। সেই কাজটিই করে যাচ্ছে সুশাসনের জন্য নাগরিকের (সুজন)।
শনিবার সকালে বরিশাল নগরীর রায় রোডের খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে সুজনের বিভাগীয় পরিকল্পনা সভায় সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সুজনের বিভাগীয় পরিকল্পনা সভার সমন্বয়কারী ও জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের সভাপিতত্বে বদিউল আলম মজুমদার বলেন, গণতন্ত্রের কাঠামোটাই হচ্ছে নজরদারির কাঠামো। রাষ্ট্রের তিনটি বিভাগ একে-অপরের উপর নজরদারি করবে। এখানে বিরোধী দলের ভূমিকা অপরিসীম। বিরোধী দল ছাড়া গণতন্ত্র হয় না। সংসদে বিরোধী দল থাকতে হবে, সংসদের বাইরেও বিরোধী দল থাকতে হবে। দুর্ভাগ্যবশত দেশে একটি কৃত্রিম বিরোধী দল সৃষ্টি হয়েছে। তাই নাগরিক সমাজকে ইতিবাচক মনোভাব নিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে, সরকারের ভুল-ত্রুটি শুধরে দিতে হবে। সরকার যাতে সঠিকভাবে পরিচালিত হয় এবং মানুষের কল্যাণে কাজ করে সেটা নিশ্চিত করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন- সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার, আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, ঝালকাঠী সুজনের সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, বরগুনা সুজনের সম্পাদক অ্যাডভোকেট কাদের হোসেন, ভোলা জেলা সুজনের উপদেষ্টা মো. মোবাসসের হোসেন, বরিশাল জেলা সুজন সম্পাদক রনজিৎ দত্ত এবং সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা সভাপতি অধ্যক্ষ জাহিদ হোসেন।
খবর২৪ঘণ্টা, জেএন