নিজস্ব প্রতিবেদক :
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আ’লীগের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নগর আ’লীগের সামনে থেকে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আ’লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন নের্তৃত্ব দেন। মিছিলে উপস্থিত ছিরেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনী, মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মুক্তিযোদ্ধা নওশের আলী, মাহফুজুল আলম লোটন, নিঘাত পারভীন, সৈয়দ শাহাদত হোসেন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল,
অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, রেজাউল ইসলাম বাবুল, নাইমুল হুদা রানা, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকারসহ মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
খবর ২৪ ঘন্টা/এমকে