খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: দ্বিজেন্দ্রলাল রায়ের (ডিএল) লেখা ও সুর করা দেশাত্মবোধক ‘ধনধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা’ গানটি অনেক শিল্পীর কণ্ঠেই শ্রোতাদের মন ভরিয়েছে। এবার নতুন করে গানটিতে কণ্ঠে দিলেন এই প্রজন্মের জনপ্রিয় গায়িকা নাজমুন মুনীরা ন্যান্সি। তার সঙ্গে আরও গেয়েছেন সেরাকণ্ঠ খ্যাত ইমরান, পাওয়ার অব ভয়েজের আনিকা ও মাসুম। গানটিতে নতুন করে সঙ্গীতায়োজন করেছেন সন্ধি।
সম্প্রতি গানটির একটি ভিডিও নির্মাণও হয়েছে। চন্দন রায় চৌধুরীর পরিচালনায় এতে মডেল হিসেবে দেখা যাবে মিশু সাব্বির, তাসনুভা তিশা, মাজনুন মিজান, তামিম মৃধা, সানজানা রিয়া, সাঞ্জু জন ও শিপন মিত্রকে। বিশেষ অতিথি হিসেবে হাজির হবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।
মোশন রকের ব্যানারে গানটি নির্মিত হয়েছে দেশের জনপ্রিয় ব্র্যান্ড প্রাণ ফ্রুটোর ‘আমার বিজয়’ শিরোনামের অংশ হিসেবে। ১৫ ডিসেম্বর থেকে প্রাণ ফ্রুটোর ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশিত হয়।
এ প্রসঙ্গে প্রাণ ফ্রুটোর ব্র্যান্ড ম্যানেজার আশফাকুর রহমান রবিন বলেন, প্রতিটি বিজয়ের পেছনে গল্প থাকে। থাকে এক বা একাধিক কেউ। আমরা চাই এই বিজয়ের দিনে প্রত্যেকে তার সকল বিজয়ের পথে পাশে থাকা মানুষটার হাতে তুলে দেবেন বাংলাদেশের পতাকা। তাকে জানিয়ে দেবেন তার অবদানের কথা। আমাদের এই পদক্ষেপে একাত্মতা ঘোষণা করেছেন দেশ বরেণ্য সব শিল্পীরা। চলুন একসাথে দেশকে নিয়ে যাই নতুন বিজয়ের পথে। #AmarBijoy #PRANFROOTO সফল হোক।
গায়িকা ন্যান্সি বলেন, দেশের গান মানেই ভালো লাগার দারুণ এক বিষয়। আমি দেশের গানে পারিশ্রমিককে প্রাধান্য দেই না। কারণ দেশের প্রতি ভালোবাসা থেকে দেশের গান করাকে একজন শিল্পী হিসেবে আমার দায়িত্ব বলে মনে করি। ডি এল রায়ের বিখ্যাত এই গানটি অনেক পছন্দের আমার। সবমিলিয়ে গানটি নতুন করে হলেও আমার গাওয়ার সুযোগ হয়েছে। সেজন্য আমি আনন্দিত।
খবর ২৪ ঘণ্টা.কম/ জন