নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীতে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিজয় মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর কুমারপাড়া অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিজয় মিছিলে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আর/এস