ঢাকাবৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

বিচারকদের শৃঙ্খলাবিধির খসড়ায় আইনমন্ত্রীর স্বাক্ষর

admin
নভেম্বর ৩০, ২০১৭ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘন্টা ডেস্ক: অধস্তন আদালতের বিচারকদের বহুল প্রতীক্ষিত চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার চূড়ান্ত খসড়ায় স্বাক্ষর করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ে বিধিমালার চূড়ান্ত খসড়ায় স্বাক্ষর করেন তিনি। এরপর সেটি প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়। সেখান থেকে তা রাষ্ট্রপতির দফতরে পাঠানো হবে।
রাষ্ট্রপতি বিধিমালার চূড়ান্ত খসড়ায় স্বাক্ষর করলে তা আইনমন্ত্রণনালয়ে পৌঁছালে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে কোর্ট সূত্র।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।