নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিএসটিআই’র অভিযানে লাইসেন্স ব্যতীত ও অবৈধভাবে বিএসটিআই’র মান চিহ্ন ব্যবহারের দায়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার এ অভিযান চালানো হয়। বিএসটিআই থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাবনা সাথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজস্ট্রেটের সমন্বয়ে সাঁথিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
করা হয়। ভ্রাম্যমাণ আদালতে মেসার্স তানিয়া ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস, আতাইকুলা, সাঁথিয়া, পাবনা পাস্তুরাইজড তরল দুধ বিএসটিআই গুণগত মানের সিএম লাইসেন্স ব্যতীত ও অবৈধভাবে বিএসটিআই’র মান চিহ্ন ব্যবহারের দায়ে বিএসটিআই অধ্যাদেশে-১৯৮৫ এর আওতায় ১,৫০,০০০/-টাকা জরিমানা এবং আনুমানিক ১০০লিটার পাস্তুরাইজড তরল দুধ ধ্বংস করা হয়।
খবর ২৪ ঘণ্টা/এমকে