নিজস্ব প্রতিবেদক :
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর চার খাতে সাত কোটি টাকার দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেন ও বায়েজিদুর রহমান খান প্রাথমিক অনুসন্ধানে গিয়ে দুর্নীতির এই প্রমাণ পান। সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত দুদক কর্মকর্তারা দপ্তরের চারটি শাখায় খতিয়ে দেখেন নথিপত্র। তারা সাত কোটি টাকার দুর্নীতির প্রমাণ পান। কোটেশনের মাধ্যমে কেনাকাটা, আম বাগান ইজারা, সরকারি পরিপত্র অমান্য করে বেতন স্কেল প্রদান ও পল্লী বিদ্যুতের অবৈধ ব্যবহারের ক্ষেত্রে ভয়াবহ
দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। প্রমাণ পাওয়া বিষয়গুলো প্রতিবেদন আকারে দুদকের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে। জানা গেছে, বিএমডিএ’র দুর্নীতির বিষয়ে সম্প্রতি দুদকের প্রধান কার্যালয়ে অভিযোগ হয়। এর প্রেক্ষিতে দুদকের উপপরিচালক (এনফোর্সমেন্ট) মাসুদুর রহমান গত বুধবার এক আদেশে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালককে দুর্নীতির বিষয়টি তদন্ত করে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেন। রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, তদন্তে যেসব তথ্য পাওয়া গেছে প্রধান কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে। প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আর/এস