খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানকে আটক করেছে পুলিশ। গাজীপুরে বিএনপি দলীয় মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের বাসার কাছে বিকাল ৫টায় সাবেক টঙ্গি পৌর ভবনের সামনে থেকে পুলিশ তাকে আটক করেছে বলে দাবি করেছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ জানান, আমরা জানতে পেরেছে নোমানকে গ্রেফতার করে টঙ্গী থানায় নিয়ে গেছে পুলিশ। তার সঙ্গে স্থানীয় আরও কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
হাসান উদ্দিন সরকারের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে টঙ্গি গিয়েছিলেন বিএনপির প্রবীণ এ নেতা। সকালে টঙ্গি পার্টি অফিসে নেতাকর্মীদের সঙ্গে কথা বলে পরে পাশের একটি ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। ইতিমধ্যে উচ্চ আদালত গাজীপুর সিটি নির্বাচন স্থগিত ঘোষণা দিলে হাসান উদ্দিন সরকার তার বাসায় সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান জানান।
সে সংবাদ সম্মেলনে অংশ নেন আবদুল্লাহ আল নোমান। হাসান সরকারের সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে আসার পথে পৌর ভবনের সামনে পুলিশ তাকে আটক করে বলে দাবি বিএনপি নেতাকর্মীদের।
খবর২৪ঘণ্টা.কম/নজ