1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিএনপির সাবেক সাংসদ মফিদুল হাসান তৃপ্তি গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৩ জানয়ারী ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

বিএনপির সাবেক সাংসদ মফিদুল হাসান তৃপ্তি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ৮ আগস্ট, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আফতাব আহমাদ হত্যা মামলায় বিএনপির সাবেক সাংসদ মফিদুল হাসান তৃপ্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বুধবার রাজধানী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে সিআইডি জানিয়েছে।

এ বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার এনামুল কবীর বলেন, তাঁকে রাজধানীর বনানী ন্যামভবনে তাঁর বাসা থেকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। আফতাব হত্যা মামলায় ২০০৮ সালে গ্রেপ্তার হওয়া চারজন সন্দিগ্ধ আসামির একজন জবানবন্দিতে মফিদুল হাসানের নাম উল্লেখ করেন। এরপর তিনি দীর্ঘদিন পালিয়ে ছিলেন। এখন তাঁকে ধরা হলো।

২০০৬ সালের ২৩ সেপ্টেম্বর রাত পৌনে আটটার দিকে ফুলার রোডে বিশ্ববিদ্যালয় কোয়ার্টারের চতুর্থ তলায় নিজ বাসায় অধ্যাপক আফতাবকে গুলি করা হয়। সেদিন কলবেলের শব্দে গৃহকর্মী দরজা খুলে দিলে জিনস প্যান্ট ও মাথায় ক্যাপ পরা একজন দ্রুত ভেতরে ঢুকে তাঁকে তিনটি গুলি করে পালিয়ে যান। তাঁর এক সহযোগী ছিলেন সিঁড়ির নিচে। তিন দিন পর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক আফতাব মারা যান। তাঁর স্ত্রী শাহবাগ থানায় হত্যা মামলা করেন।

খবর২৪ঘণ্টা.কম/জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST