ঢাকামঙ্গলবার , ২২ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির সাবেক এমপি নাদিম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২২, ২০২২ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীতে খুনের মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি পুঠিয়ার বানেশ্বরের মজির উদ্দীন খুনের মামলায় গত ১১ জানুয়ারি নাদিম মোস্তফার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে গত মার্চ মাসে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান তিনি।

এদিকে উচ্চ আদালত নাদিম মোস্তফাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি নিম্ন আদালতে হাজির হননি। দীর্ঘদিন নির্বাচনী এলাকায় না থাকলেও আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির সমাবেশ সফল করতে এক সপ্তাহ ধরে তার নির্বাচনী এলাকা দুর্গাপুরের বিভিন্ন কর্মী সভায় যোগ দেন তিনি।

এ বিষয়ে ওসি মাজহারুল ইসলাম জানান, বিএনপির সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।