খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: আগামী ২২ ফেব্রুয়ারি বিএনপির সমাবেশ করতে চাওয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সম্প্রতি সভা-সমাবেশের ওপর ডিএমপি কমিশনার যে নিষেধাজ্ঞা জারি করেছে তা এখনও প্রত্যাহার করা হয়নি। সেটা প্রত্যাহার হলে কোথায় সমাবেশ করলে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হবে না তা পুলিশ কমিশনার স্থির করবেন। সে অনুযায়ীই সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে।
শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের উস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে মুক্তিযোদ্ধা হুমায়ূন কবিরের আত্মজীবনীমূলক গ্রন্থ জীবন স্মৃতি-২ এর প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না। সেটা রাজনৈতিক হোক বা সামাজিক। অনুমতি দেওয়ার সময় আমাদের আবেদন থাকে যাতে কর্মসূচি শান্তিপূর্ণভাবে করা হয়।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, খালেদা জিয়ার সামনে পুলিশকে বেধড়ক পেটানো হলো। পুলিশের রাইফেল এবং প্রিজনভ্যান ভাঙা হলো, আসামি ছিনিয়ে নেওয়া হলো। তারপরও পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে, গুলি করেনি। অত্যন্ত দায়িত্বশীলতা এবং পেশাদারিত্বের পরিচয় দিয়েছে তারা।
এসময় বিএনপি নেতাদের কঠোর সমালোচনা করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করেছি। আমরা কাউকে ছাড় দিচ্ছি না। আইন অনুযায়ী যা হবার তাই হবে।
পৌর মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে এ প্রকাশনা উৎসবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/রখ