খবর২৪ঘণ্টা, ডেস্ক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির পূর্বঘোষিত প্রতিকী অনশন কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার (৯ জুলাই) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে সকাল ৯টায় শুরু হওয়া এই কর্মসূচি চলবে বিকেল ৪টা পর্যন্ত।।
ইতোমধ্যে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা ছাড়াও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনশন কর্মসূচিতে উপস্থিত হয়েছেন। অনশন কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ-সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। এছাড়া ২০ দলীয় জোটের নেতাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিদেরও সংহতি প্রকাশের কথা রয়েছে।
খবর২৪ঘণ্টা,কম/জন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।