খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: মন্ত্রীদের দিকে অসন্তুষ্ট জনতার জুতো-ঝাঁটা ছোড়ার কথা প্রায়শই শোনা যায়। কিন্তু অভিনেত্রীদের দিকে জুতো ছোঁড়ার গল্পও শোনা গেল এবার। সম্প্রতি হায়দরাবাদের একটি গয়নার দোকান উদ্বোধন করতে গিয়ে এমনভাবেই হেনস্থা হতে হয় ‘বাহুবলী’ ছবির অভিনেত্রী তামান্না ভাটিয়াকে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যামের প্রতিবেদন অনুযায়ী, দোকান উদ্বোধনের সময় বছর তিরিশের করিমউল্লা নামের এক যুবক, তামান্নার দিকে জুতো ছোঁড়ার চেষ্টা করেন। কিন্তু জুতোটি দোকানের একটি কর্মীর গায়ে লাগে। সঙ্গে সঙ্গে পুলিশ যুবককে গ্রেফতার করে।
জেরায় জানা গিয়েছে, কয়েকটি ছবিতে তামান্নার অভিনয় দেখে ক্ষিপ্ত হয়ে এমন কাজ করেছেন মুশীরাবাদের বাসিন্দা করিমউল্লা। শিক্ষাগতভাবে বি-টেক তিনি। অন্যদিকে বিপণীর যে কর্মীর গায়ে জুতোটি লেগেছিল তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন যুবকের বিরুদ্ধে।
অভিনয়ে খামতির জন্য শেষমেশ জুতো-পেটাও খেতে হল অভিনেত্রীকে।
খবর ২৪ ঘণ্টা.কম/ জন