1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বার্সা ছেড়ে যাচ্ছেন বিশ্বকাপের ফাইনাল খেলা তারকা - খবর ২৪ ঘণ্টা
বধবার, ০৮ জানয়ারী ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

বার্সা ছেড়ে যাচ্ছেন বিশ্বকাপের ফাইনাল খেলা তারকা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপটেম্বর, ২০২০

খবর২৪ঘন্টা স্পোর্টস ডেস্ক: বার্সায় বিদায়ের সুর। এমনিতেই লিওনেল মেসি চলে যাওয়ার ঘোষণা দিয়ে ফেলেছেন। তবে মেসিকে ধরে রাখার চেষ্টা করলেও বার্সা ইচ্ছুক তাদের বেশ কয়েকজন তারকাকে বিদায় করে দেয়ার। যার মধ্যে রয়েছেন, ২০১৮ বিশ্বকাপের ফাইনাল খেলা ক্রোয়েশিয়ান তারকা ইভান রাকিটিচ।

মূলতঃ বার্সা থেকে বিদায়ীয় খেলোয়াড়দের মধ্যে সবার আগে রয়েছেন ইভান রাকিটিচ। সেভিয়া থেকে বার্সায় এসেছিলেন তিনি। এবার আবারও পুরনো ক্লাবে ফিরে যেতে চলেছেন এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত খেলেছিলেন সেভিয়ার হয়ে। সেখান থেকেই ২০১৪ সালে যোগ দেন বার্সায়।

খবর২৪ঘন্টা/নই

বার্সায় যোগ দেয়ার পর তার অভিষেক মৌসুমেই ত্রিমুকুট জয় করেছিলেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসের বিরুদ্ধে গোল করে দলকে জেতানোটা ছিল তার সেরা মুহূর্ত। বার্সার হয়ে সম্ভাব্য সব ট্রফিই জিতেছেন।

কিন্তু ২০১৯-২০ ট্রফিহীন মৌসুম কাটানোর পর বার্সা কর্তৃপক্ষ যখন চিন্তা করছে তাকে ছেঁটে ফেলার, তার আগেই ন্যু ক্যাম্প ছাড়ার সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন এই ক্রোয়াট মিডফিল্ডার।

সেভিয়ার হয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হয়েই কাতালোনিয়ান ক্লাবে এসেছিলেন রাকিটিচ। এ কারণে ২০১৯-২০ মৌসুমে আবারো ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়ার জন্য রাকিটিচের প্রত্যাবর্তন দারুণ বিষয়।

রাকিটিচ সেভিয়া ছাড়ার পর এভার বানেগাকে দিয়ে ক্রোয়াট মিডফিল্ডারের জায়গা পূরণ করেছিলো সেভিয়া; কিন্তু আগামী মৌসুমে রাকিটিচের আসন ছেড়ে দিতে হচ্ছে বানেগাকে। তিনি পাড়ি জমাচ্ছেন সৌদি আরবের ক্লাব আল-শাবাবে। সেভিয়াও সুযোগ পেয়ে গেলো তাদের শূন্যস্থান পূরণে রাকিটিচকে দলে ফিরিয়ে আনার।

প্রসঙ্গত, ২০১৪ বার্সেলোনায় যোগ দেয়ার পূর্বে সেভিয়ার অধিনায়কত্বেরও ব্যাটন ছিল রাকিটিচের হাতে। ১৪৯ ম্যাচে ৩২ গোল করে সেভিয়ায় প্রথম ইনিংস শেষ করেছিলেন রাকিটিচ। সাফল্যের ধারা বার্সায় এসেও ধরে রাখেন এই ক্রোয়েশিয়ান তারকা। বার্সার হয়ে মোট ৪টি লা লিগা, ৪টি কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, সুপার কাপসহ সব মেজর ট্রফিরই স্বাদ পেয়েছেন ইভান। ৩১০ ম্যাচে বার্সেলোনার হয়ে ৩৬টি গোল রয়েছে এই ফুটবলারের নামের পাশে।

জানা গেছে, পুরনো ক্লাবের সঙ্গে তিন বছরের চুক্তিতে আবদ্ধ হতে চলেছেন রাকিটিচ। চুক্তি সংক্রান্ত সমস্ত প্রক্রিয়াও শেষ। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার বাকি। সুসো এবং রদ্রিগেজকে দলে নেওয়ার পর আগামী মৌসুমে রাকিটিচ তৃতীয় রিক্রুট হতে চলেছেন ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ক্লাব সেভিয়ায়।

রোনাল্ড কোম্যান বার্সায় দায়িত্ব গ্রহণের পর যে চারজনকে বাতিলের খাতায় রেখেছিলেন, তাদের মধ্যে রাকিটিচ অন্যতম। এরপরেই সেভিয়ায় সঙ্গে চূড়ান্ত কথাবার্তা এগোয় রাকিটিচের। ক্রোয়াট এই মিডফিল্ডার ছাড়া লুইস সুয়ারেজ, আর্তুরো ভিদাল এবং স্যামুয়েল উমতিতিকে বার্সার প্রয়োজন নেই বলে জানিয়ে দিয়েছেন ডাচ কোচ কোম্যান।

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST