সবার আগে.সর্বশেষ  
ঢাকাবুধবার , ২৯ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

বায়োমেট্রিক পদ্ধতিতে ৬ লাখ ৯০ হাজার রোহিঙ্গা নিবন্ধিত

অনলাইন ভার্সন
নভেম্বর ২৯, ২০১৭ ৫:০০ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম,ডেস্ক: মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে আসা রোহিঙ্গাদের বায়োমেট্রিক (আঙ্গুলের ছাপ) পদ্ধতিতে নিবন্ধন চলছে। এর মধ্যে নতুন, পুরনো মিলিয়ে মঙ্গলবার পর্যন্ত ৬ লাখ ৯০ হাজার ৫৮৮ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুর বায়োমেট্রিক (আঙ্গুলের ছাপ) পদ্ধতিতে নিবন্ধন সম্পন্ন করেছেন।
পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদফতর এ তথ্য জানিয়েছে।

পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদফতরের উপ-পরিচালক আবু নোমান মোহাম্মদ জাকের হোসেন বলেন, উখিয়া ও টেকনাফে ১২টি আশ্রয়কেন্দ্রে বসবাসকারী রোহিঙ্গাদের ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ চলছে। তবে নিবন্ধন কাজের চাপ আপাতত কম। হয়তো ছড়িয়ে-ছিটিয়ে থাকা রোহিঙ্গারা বিচ্ছিন্নভাবে নিবন্ধনের জন্য আসতে থাকায় সংখ্যায় একটু কমেছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।