খবর২ ৪ঘণ্টা, ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা এলাকায় ১৯ দিন বয়সের এক শিশু সন্তানকে বাথরুমের বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ওই শিশুর বাবার বিজয় হাসানকে আটক করেছে পুলিশ।
আটক বিজয় হাসান উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের শামসুল হকের ছেলে। আর নিহত শিশুটির নাম আব্দুল্লাহ আল মাহাদী।
শিশুটির স্বজনদের অভিযোগ, রোববার ভোর আনুমানিক ৬টার দিকে শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করা হয়। পরে বাথরুমের বালতির পানিতে শিশুটিকে চুবানো অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মায়ের স্বজনদের অভিযোগ, আটক বিজয় হাসান নেশাগ্রস্ত এবং অন্য আরেক মেয়ের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক রয়েছে। আর এ নিয়ে মাঝে মধ্যেই বিজয়ের স্ত্রীর সঙ্গে তার কলহ হতো। এরই জেরেই শিশুটিকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে।
শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত বিজয় হাসানকে আটক করেছে। ময়নাতদন্তসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
খবর ২৪ঘণ্টা/ জেএন