পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ভূমি অফিসের পিছন থেকে রবিবার রাতে এক নবজাতককে উদ্ধার করেছে থানা পুলিশ।
জানা যায়, রবিবার রাতে নবজাতকটি কান্নাকাটি করলে এলাকাবাসী দেখতে পায়। পরে থানায় খবর দিলে বাচ্চাটি জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। এলাকাবাসী বলেন কেউ হয়তো বাচ্চাটি ফেলে রেখে পালিয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া থানার ওসি সাকিল উদ্দিন আহম্মেদ বলেন, গতকাল রাত প্রায় দশটার দিকে এরকম একটি খবর আসে। আমি দ্রুত গিয়ে সেখানে উপস্থিত হয় এবং দেখি নবজাতকটি জীবিত। এ ঘটনার সাথে জড়িতদের খুজে পেলে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে। যতদিন নবজাতকের পরিচয় না পাওয়া যাবে, ততোদিন আমার হেফাজতেই থাকবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ