পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহী-ঢাকা মহাসড়কের বানেশ্বরে ইমা-মোটরসাইকেলের সংর্ঘষে অপু(৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর পোল্লাপুকুর বিড়ি ফ্যাক্টরীর সমনে বুধবার বিকাল সাড় ৫টায় সময় এ ঘটনা ঘটেছে। নিহত আকাশ চন্দ্র শাহা অপু বানেশ্বর নামাজগ্রামের রাম চন্দ্র শাহার ছেলে। তক্ষাণিক ভাবে আহত অজ্ঞাত মোটরসাইকেল আরোহীর নাম পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, বিকাল সাড়ে ৫টার দিকে আকাশ চন্দ্র শাহা অপু ও তার এক অজ্ঞাত বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে বানেশ্বর ট্রাফিক মোড় থেকে রাজশাহীতে যাওয়ার পথে মহাসড়কের বানেশ্বর পোল্লাপুকুর বিড়ি ফ্যাক্টরীর সমনে পৌছালে আপরদিক থেকে আসা ইমা(রাজ মেট্রো-১১-০৩১৮)সাথে সংর্ঘষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আহতদের গুরুত্বর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় বলে হাসপাতাল কর্তপক্ষ নিশ্চিত করেন।