বাঘা প্রতিনিধিঃ রাজশাহী বাঘা পৌরসভার প্যানেল মেয়র-১ নির্বাচনে তফশীল ঘোষনার পর মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি)। ভোট গ্রহনের আগ মূহুর্তে অবশেষে সমাঝোতায় প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহীনুর রহমান পিন্টু। ১২জন কাউন্সিলর মেয়র আব্দুর রাজ্জাকের কার্যালয়ে বসে সমাঝোতায় পিন্টুকে প্যানেল মেয়র নির্বাচিত করেন। একই সাথে প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়েছেন ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দীন ও প্যানেল মেয়র-৩ নির্বাচিত হয়েছেন সংরক্ষিত আসন-৩ এর নারি কাউন্সিলর মনোয়ারা বেগম।
এর আগে সমাঝোতা না হওয়ায় ৪ জানুয়ারি নির্বাচনী তফসিল ঘোষণা করেন মেয়র আবদুর রাজ্জাক। অফেরতযোগ্য ২হাজার টাকা জমানত জমা দিয়ে মনোনয়নপত্র উত্তোলন করেন, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসলাম হোসেন সরদার, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান পিন্টু, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দীন, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মমিনুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেন। পরে প্রার্থীতা প্রতাহার করে নেন মোশারফ হোসেন ।
তফশীল অনুযায়ী মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোট গ্রহনের জন্য তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য ছিলেন- প্রকৌশলী শহিদুল ইসলাম, প্রধান অফিস সহকারি আকরাম আলী, প্রধান হিসাব রক্ষক হাসান আলী।
পৌরসভা সুত্রে জানা যায়, এ বছরের ৩০ জানয়ারি শপথ গ্রহনের পর ১ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন পৌরসভার নির্বাচিত মেয়র সহ ১২জন কাউন্সিলর। গত বছরের ২৮ ডিসেম্বর বাঘা পৌর সভার অনুষ্ঠিত নির্বাচনে মেয়র নির্বাচিত হন বিএনপি দলীয় আব্দুর রাজ্জাক। সংরক্ষিত আসনে নারি কাউন্সিলর পদে মর্জিনা বেগম, রঞ্জনা বেগম, মনোয়ারা বেগম ও সাধারণ কাউন্সিলর পদে আবদুস সালাম, আলতাব হোসেন, সাইফুল ইসলাম টগর, আসলাম হোসেন সরদার, শাহিনুর রহমান পিন্টু, আলাউদ্দিন, মমিনুল ইসলাম, আকরাম হোসেন, মোশারফ হোসেন। মেয়র আব্দুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ