বাঘা প্রতিনিধিঃ প্রতিমাসে পৌরসভার ১৯জন কর্মচারিসহ মেয়র-কাউন্সিলরদের বেতন-ভাতাদি লাগে ৮ লক্ষ টাকা।এ হিসেবে তাদের ৬ মাসের বেতন-ভাতাদি বাঁকি রয়েছে ৪৮লক্ষ টাকা। এছাড়াও কাউন্সিলরদের পূর্বের বকেয়া পাওনা রয়েছে ২০লক্ষ টাকা। বিদুৎ বিল বাঁকি আছে ৬ লক্ষ ৮হাজার ৭১৭ টাকা। পাওনাদারদের যে চেক দেওয়া হয়েছে তার পরিমান অষ্টা’শি (৮৮) হাজার ৪৭৬ টাকা। পৌরসভার অনুকুলে ২টি ব্যাংকে চলতি হিসেবে একাউন্ট রয়েছে ৯টি। এর মধ্যে ৭টি একাউন্টে কোন টাকা নেই। শুধু টাকা রয়েছে ‘পৌরসভা উন্নয়ন প্রকল্প’র ২টি হিসেবের অনুকুলে। হিসেবের এ ফিরিস্তি পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলীর দায়িত্ব পালনকালিন সময়ে।
এর সত্যতা নিশ্চিত করে পৌর সভার প্রধান হিসাব রক্ষক (ভারপ্রাপ্ত) হাসান আলী বলেন,৩০ জানুয়ারি পৌর নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহনের আগের দিন ২৯ জানুয়ারি এসব দেনা-পাওনা রেখে যান পরাজিত মেয়র আক্কাছ আলী। পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত বছরের ২৮ ডিসেম্বর। নির্বাচিত মেয়র আব্দুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ