নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘা উপজেলায় ৯৮৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, বাঘা উপজেলার গাওপাড়া গ্রামের কেরামত আলীর ছেলে রবিউল ইসলাম (৩৫) ও মুশিদপুর গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)। আজ শুক্রবার দুপুর ২টার দিকে মুশিদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি দল শুক্রবার দুপুরে রাজশাহী জেলার বাঘা থানাধীন মুশিদপুর গ্রামে অভিযান চালিয়ে ৯৮৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী রবিউল ও জাহাঙ্গীরকে আটক করে। এ বিষয়ে রাজশাহী জেলার বাঘা থানায় মামলা দায়ের করা রয়েছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।