বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে র্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৬-০৬-১৮) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবসটি পালন করা হয়।
সেমিনারের আগে একটি বর্নাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করা হয়। র্যালিতে অংশ গ্রহণ করে শিক্ষক, শিক্ষার্থীসহ উপজেলার কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।।
পরে উপজেলা মিলনায়তনে মাদকের অপব্যবহার ও প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।।
আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা নির্বাচন অফিসার মজিবুর রহমান, মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) হীরেন্দ্রনাথ প্রামনিকি, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, শিক্ষক জাফর ইকবাল প্রমুখ।
খবর ২৪ঘণ্টা/ নই