নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় পিতার অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতে মাদকাসাক্ত এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদÐ দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার সিংগা মোমিনপুর গ্রামের সাবদার আলীর ছেলে সবুজ আলী। গত বুধবার রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন রেজা ভ্রাম্যমাণ আদালতে এ কারাদণ্ড দেন।
জানা গেছে, মাদকাসাক্ত ছেলেকে কোনভাবেই রুখতে না পেরে তার বাবা নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন পিতা। এর প্রেক্ষিতে ওইদিন বুধবার সন্ধ্যার পরে মাদকসেবন করা অবস্থায় আড়ানীর জয়বাংলা
মোড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৩ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। সবুজ আলীর পিতা সাবদার বলেন, বাড়ির জামা-কাপড়সহ বিভিন্ন জিনিসপত্র বাজারে বিক্রি করে মাদক সেবনে আসক্ত হয়ে পড়ে আমার ছেলে। মান সম্মানের ভয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করি। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেয়া হয়। এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।